স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কাচ্চি বিরিয়ানীসহ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে একটি দল পুলিশ নিয়ে অভিযান চালায়। এ সময় শহরের পুরাতন পৌরসভা এলাকার কাচ্চি বিরিয়ানী হাউজকে রঙসহ ক্ষতিকর উপাদান দিয়ে বিরিয়ানী তৈরির অভিযোগে সোহেল মিয়াকে ২৫ হাজার টাকা এবং ফায়ার সার্ভিস রোড এলাকার মা মটরসকে ইঞ্জিনের ওয়েল ও মবিলের গায়ে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।