স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর থেকে ফরিদ মিয়া (৪০) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত শিশু মিয়ার পুত্র। গতকাল রবিবার রাত ৯টায় সদর মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালত থেকে চেক জালিয়াতি মামলায় সাজা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।