নবীগঞ্জ প্রতিনিধি ॥ আদালতের ১৪৪ ধারা অমান্য করে নবীগঞ্জ উপজেলায় মসজিদের সীমানা প্রাচীরে নাম ফলক স্থাপন ও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। মসজিদে তালাবদ্ধ করার ঘটনা নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ নিয়ে দুই পক্ষের একাধিক মামলা রয়েছে বিচারাধীন।
জানা যায়- নবীগঞ্জ গজনাইপুর ইউনিয়নের বান্দাউরা জামে মসজিদের সীমানা প্রাচীরে নামক ফলক স্থাপনকে কেন্দ্র করে আশ্বাফ উদ্দিব খান ও রীনা বেগমের মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মসজিদের সীমানা প্রাচীরে কোনো নাম ফলক থাকবে না মর্মে সিদ্ধান্ত হয়। এরপর সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে মসজিদ কমিটি। এক পর্যায়ে রীনা বেগমের লোকজন আদালতে মামলা দায়ের করলে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণের উপর আদালত নিষেধাজ্ঞা জারী করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এঘটনায় আহত হয় প্রায় ২০ জন। এর মধ্যে গুরুতর আহত দুধু মিয়াসহ কয়েক জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এদিকে এ ঘটনার পর মসজিদ অধিকাংশ সময় বন্ধ থাকে। ফলে নামাজ আদায়ে ব্যাঘাত সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আশ্বাফ উদ্দিব খান বলেন, নাম ফালক স্থাপনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে সালিশ বৈঠকে মসজিদের দেয়ালে কোনো নাম ফলক থাকবে না মর্মে সিদ্ধান্ত হয়। এরপর আমরা মসজিদ কমিটি সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করি। পরে রিনা বেগমের পক্ষের লোকজন আদালতে একটি মামলা দায়ের করলে আদালত নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেন। আমরা আদালতের আদেশ মেনে কাজ বন্ধ করে দেই। আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বাদী পক্ষ আদালতের আদেশ অমান্য করে সীমানা প্রাচীরে জোরপূর্বক নাম ফলক স্থাপন ও একটি মাদ্রাসা তৈরীর জন্য ঘর নির্মাণ করে। এতে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মসজিদে লুটপাট করা হয়।
এ বিষয়ে রিনা বেগমের সাথে আলাপকালে তিনি বলেন, আমার বাবার মারা যাওয়ার পর দেশে আসলে আমাকে গ্রামবাসী মসজিদ নির্মাণের জন্য বলেন। তখন তারা বলেন, আমি মসজিদ নির্মাণ করে দিলে তারা আমার নামে মসজিদের মধ্যে নাম ফলক দিবেন। আমি তাদের ২৮ লাখ টাকা প্রদান করেছি। এখন তারা আমার নামে মসজিদ দিচ্ছেন না।