স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের এটর্নী এট ল’ ও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার হবিগঞ্জের গর্ব মঈন চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে শহরের স্কাইকুইন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভাটি সঞ্চালনায় করেন চেম্বার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে এটর্নী মঈন চৌধুরী বলেন, হবিগঞ্জের জনগণের পাশে থেকে সবসময় সেবার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। তিনি হবিগঞ্জের বিভিন্ন উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন।
স্টুডেন্ট ও ভিজিটর ভিসায় যারা যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমেরিকা সঠিক কাগজপত্রে বিশ্বাসী। কাগজপত্র ঠিক থাকলে কোন সমস্যা নেই। কিন্তু, অনেকেই না বুঝে স্টুডেন্ট বা ভিজিটর ভিসায় গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন। এতে তারা সেখানে অবৈধ অভিবাসী হয়ে হয়রানীর শিকার হতে হয়। যদি আপনি স্টুডেন্ট ভিসায় যান, তাহলে আপনাকে স্টুডেন্ট হয়েই থাকতে হবে, অন্য কিছু নয়। তাই, বিপুল পরিমাণ টাকা খরচ করে আমেরিকা যাওয়ার পূর্বেই সঠিক সিদ্ধান্ত নিন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, চেম্বার পরিচালক ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, এডভোকেট দেওয়ান জাকারিয়া, দেবাংশু দাস গুপ্ত রাজু, রাজু সেন, প্রিমিয়ার ব্যাংক ব্যবস্থাপক তপন ভট্টাচার্য, ব্র্যাক ব্যাংক ব্যবস্থাপক আশোক দত্ত, বিশিষ্ট ব্যাবসায়ী সুখলাল স্ত্রুধর, স্বদীপ বনিক, রিচি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, জেলা আওয়ামীলীগ নেতা নাজমুল হাসান, সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের সভাপতি পীযুষ চক্রবর্তী, জেলা জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মোহাম্মদ, জেলা বাসদ নেতা হুমায়ুন খান, বিশিষ্ট ব্যবসায়ী অলক দত্ত বাবু, এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালীম, সময় টিভি প্রতিনিধি রাশেদ আহমেদ খান, ইন্ডিপেন্ডেন্ট টিভিা প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী শওকত, মার্চেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, চেম্বার পরিচালক মোঃ হাবিব খান, বিএনপি নেতা তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মোঃ আব্দুল কদ্দুস, পৌর আওয়ামীলীগ সহ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী দিলু, জেলা যুবলীগ নেতা বিপ্লব রায় চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, ব্যবসায়ী শাহ মোঃ আরজু, উজ্জল দেব রায়, মামুনুর রশীদ খান, সাদেকুর রহমান রাজু, মোঃ নুরুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।
উল্লেখ্য, অ্যাটর্নি মঈন চৌধুরী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সন্তান ও বাংলাদেশ পুলিশ বিভাগের প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর সন্তান। তিনি এক্সিডেন্ট কেস, মেডিকেল ম্যাল প্র্যাক্টিস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত প্রথম বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি।