নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যে নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির ইউকের নির্বাচন সম্পূর্ণ হয়েছে। গত (১৬ জানুয়ারি) দুপুরে নর্থ টাইন সাইড বাংলাদেশী কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে কমিশনার দায়িত্ব পালন করেন মাহবুব ইসলাম ও সহকারী কমিশনার মাহমুদ মিয়া ও হাবিবুর রহমান। নির্বাচন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন মাহতাব মিয়া গোলাম হোসেন চৌধুরী (আনোয়ার) সাবেক সভাপতি বদরুল হক কিবরিয়া সাবেক সভাপতি মৌলদ হোসেন ফারুক। গোপনে ব্যালেট পেপারে মাধ্যমে ভোট দেওয়া হয়। এতে মইনুল ইসলাম সভাপতি ও সহ-সভাপতি দিলাল চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ লতিফ মোঃ বদর উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সম্পাদক নূর-ই-আলম শিপু, কোষাধ্যক্ষ- ওয়াহিদুর মিয়া (আনহার) সহকারী কোষাধ্যক্ষ- এশফাক জাহান, সাংগঠনিক সম্পাদক- কমর উদ্দিন জুলহাশ। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- আবু তাহের চৌধুরী। কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুল হক কিবরিয়া আজিম উদ্দিন আমিনুর রহমান শহিদুর সালেহ আহমেদ এমদাদুল হোসেন চৌধুরী হেভেন রমজান উল্লাহ শহিদুল ইসলাম হাসান মিয়া রাজীব চৌধুরী শাহজাহান চৌধুরী উদ্দিন শায়েক আহমেদ কুহিনুর চৌধুরী সামসুল হক আবদুর নূর শাহিনুর রহমান জুনেদ মিয়া।
উল্লেখ্য, নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সংগঠনটি, ২০০৯ সালের পর থেকে দীর্ঘদিন ধরে শিক্ষা স্বাস্থ্যর পাশাপাশি বন্যা কবলিত মানুষের পাশে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।