স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় অটোরিকশার চাকায় উড়না পেচিয়ে সালেহা আক্তার (৭০) নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুমগুমিয়া গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী। জানা যায়, সালেহা বেগম অটোরিকশা করে হরিনগর মেয়ের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। পথে তার বোরকার উড়না অটোরিকশায় পেচিয়ে গেলে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ সুরতহাল শেষে লাশ মর্গে প্রেরণ করে।