স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার কাটিয়ারা গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে খোকন মিয়া (২৮) নামের এক ব্যক্তি মারা গেছে। সে ওই গ্রামের আব্দুল মজিদের পুত্র। গতকাল শনিবার বিকেলে ওই এলাকার খোয়াই বাঁধে কাজ করার সময় ভেকু মেশিন দিয়ে বিদ্যুত খুটিতে উঠে লাইন দেয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।