স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গরুর বাজারে দুলাল মিয়া (২৮) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, গতকাল ওই সময় গোবিন্দপুর গ্রামের আব্দুন নুর মিয়ার পুত্র দুলাল মিয়া গরু কেনার জন্য গরুর হাটে যান। এ সময় গরুর বাজারে তার উপর অতর্কিতভাবে হামলা চালায় কয়েকজন। এ সময় হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে ২ লক্ষ টাকা নিয়ে যায়। তখন ৯৯৯ ফোন পেয়ে সদর মডেল থানার এসআই সজিবসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।