স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অভিনব কায়দায় লুকিয়ে গাঁজা পাচারের সময় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আরিফ হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী ইউনিয়নের তিনগাওঁ এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ মোঃ রতন মিয়া (২৮) ও মোঃ রিপন মিয়া (২১) নামের দুইজনকে গ্রেফতার করে। রতন মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ মোহন মিয়ার পুত্র এবং রিপন মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বনগ্রাম এলাকার মোঃ আলতো মিয়ার পুত্র।
মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।