সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তার ২ সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা জিকে গউছের ৫৮তম জন্মদিনে জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক পদে পদায়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর বর্নাঢ্য জীবন সিলেটে লাখাই’র এক যুবকের লাশ উদ্ধার শহরের পরিচিত মুখ মাহফুজ আর নেই থানায় উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিককে থাপ্পড় দেয়ার ঘটনায় আইনজীবীকে শোকজ চুনারুঘাটে ৩ গরুচোরসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে সিএনজির ধাক্কায় বৃদ্ধা নিহত

হামলাকারীরা   ছিনিয়ে   নিয়ে   গেছেগুরুত্বপূর্ণ কাগজপত্র হবিগঞ্জ শহরে পূর্ব শত্রুতার জের ধরে ফ্রান্স প্রবাসীর স্ত্রী ও বোনের হামলা

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩২৯ বা পড়া হয়েছে

 স্টাফ   রিপোর্টার   \   হবিগঞ্জ   শহরে   পূর্বশত্রুতার জের ধরে এক ফ্রান্স প্রবাসীর স্ত্রী ওবোনের   উপর   হামলা   চালিয়েছে   প্রতিপক্ষেরলোকজন। এ ঘটনায় আহত ফ্রান্স প্রবাসীজাহাঙ্গীর মিয়া স্ত্রী লুৎফুন নাহার রুবিও বোন সাফিয়া  আক্তারকে উদ্ধার করেহবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালেভর্তি করা হয়েছে।স্থানীয় এলাকাবাসী ও আহত সূত্রে জানাযায়, হবিগঞ্জ শহরের নাতিরাবাদ খোয়াইমুখ   এলাকার   মরহুম   সুনাহর   আলীর   ছেলেফ্রান্স   প্রবাসী   জাহাঙ্গীর   মিয়া   গংদেরসাথে দীর্ঘদিন ধরে একই এলাকার কামরুলইসলামের   ছেলে   নাজমুল   ইসলাম,   মৃতহাসান   আলীর   ছেলে   ছালেক   মিয়া   ও উমেদনগর গ্রামের কেরামত ইসলামের ছেলেতোফাজ্জল   ইসলাম   গংদের   জায়গা   জমিনিয়ে   বিরোধ   চলে   আসছে।   এ   বিরোধেরজের ধরে উভয় পক্ষের মাঝে মামলা মোকাদ্দমাচলছে।   গতকাল   মঙ্গলবার   (২৪   জানুয়ারি)সকাল  সাড়ে ৮টার দিকে   ফ্রান্স  প্রবাসীজাহাঙ্গীর মিয়ার স্ত্রী লুৎফুন নাহার রুবিও বোন সাফিয়া আক্তার তাদের পারিবারিকমামলার   গুরুত্বপূর্ণ   কাগজপত্র   নিয়েরিক্সাযোগে আদালতের উদ্দেশ্যে রওয়ানা দেন।তারা   খোয়াই   মুখ   এলাকায়   পেঁৗছলেনাজমুল ইসলাম, ছালেক মিয়া ও তোফাজ্জলইসলাম গং রিক্সার গতিরোধ করে তাদের উপরহামলা চালায়। এসময় নাজমুল গং রুবি ওসাফিয়ার   কাছ   থেকে   জোরপূর্বককাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়লোকজন   রুবি   ও   সাফিয়াকে   উদ্ধার   করেহবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালেভর্তি করে।হামলায়   আহত   লুৎফুন   নাহার   রুবিজানান,   আমার   শ্বশুর   ও   স্বামীর   সাথেদীর্ঘদিন   ধরেই   নাজমুল   ইসলাম   গংদেরজায়গা   সম্পত্তি   নিয়ে   বিরোধ   চলেআসছে।   এই   বিরোধকে   কেন্দ্র   করেসহকারি জজ আদালত হবিগঞ্জ সদর মামলা নং স্বত্ব ১২৭/১৪ ইং চলমান রয়েছে। গতকালসকালে   ওই   মামলার   ধার্য্য   তারিখ   ছিল।আমি ও আমার ননদ  মামলার গুরুত্বপূর্ণকাগজ   নিয়ে   আদালতের   উদ্দেশ্যে   রওয়ানাদিয়েছিলাম।   পথিমধ্যে   নাজমুল   গংরামোটর সাইকেল নিয়ে এসে আমাদের রিক্সারগতিরোধ   করে   জোরপূর্বক   কাগজগুলোনিয়ে   নেওয়ার   চেষ্টা   করে।   এসময়   আমরাবঁাধা   দিলে   তারা   দেশীয়   অস্ত্রশস্ত্র   নিয়েআমাদের উপর হামলা চালায়। পরে ঘটনাস্থলেউপস্থিত থাকা লোকজন ও আমাদের স্বজনরাখবর পেয়ে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালেভর্তি করেন। তিনি বলেন, নাজমুল গংদেরজন্য   আমরা   নিরাপত্তাহীনতায়   ভুগছি।আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। এব্যাপারে আমরা মামলা দায়ের করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com