সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তার ২ সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা জিকে গউছের ৫৮তম জন্মদিনে জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক পদে পদায়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর বর্নাঢ্য জীবন সিলেটে লাখাই’র এক যুবকের লাশ উদ্ধার শহরের পরিচিত মুখ মাহফুজ আর নেই থানায় উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিককে থাপ্পড় দেয়ার ঘটনায় আইনজীবীকে শোকজ চুনারুঘাটে ৩ গরুচোরসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে সিএনজির ধাক্কায় বৃদ্ধা নিহত

আলো ফাউন্ডেশন নামে হায়হায় কোম্পানীর প্রতারণা নবীগঞ্জের নিরীহ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৮০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ বুরো ॥ নবীগঞ্জে আবারও হায়হায় কোম্পানীর প্রতারনার শিকার হয়েছেন অর্ধ শতাধিক সহজ সরল নারী। ওই নারীদের সহজ শর্তে ঋন দেয়ার নামে একদল সংঘবদ্ধ প্রতারক দল প্রায় ৪/৫ লাখ হাতিয়ে নিয়ে পালিয়েছে। এদিকে প্রতারকদের প্রতারনার ফাদেঁ পা দিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে অসহায় নিরীহ সহজ সরল ওই নারীরা। স্থানীয় সুত্রে জানা যায়, গত ১০/১২ দিন আগে “আলো ফাউন্ডেশন” নামে একটি এনজিও কর্মী দাবী করে ২/৩ জন লোক নবীগঞ্জ শহরের গন্ধ্যা পয়েন্টে একটি ঘর ভাড়া নিয়ে অফিস খোলে। তারা প্রথমেই স্থানীয়ভাবে কয়েক’ জন মহিলা ও পুরুষ মাঠ কর্মী হিসেবে নিয়োগের প্রক্রিয়া করে। তাদের লোভনীয় অফার ও ভালমানের বেতনের কথা শুনে কয়েকজন সম্মতি দিলে ২০ হাজার টাকা জামানতে চাকুরী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে মোঃ খলিলুর রহমান নামে (ম্যানাজার) ব্যক্তি তার সীল স্বাক্ষরযুক্ত সঞ্চয় ও ঋণের পাশ বই তৈরী করে নবীগঞ্জ তারনগাও, কলেজ পাড়া, গন্ধ্যাসহ বিভিন্ন এলাকার মহিলাদের নামে সহজ শর্তে ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সদস্য সংগ্রহ করা হয়। প্রায় ৫০ জন সদস্য তৈরী করে তাদের কাছ থেকে প্রথম পর্যায়ে ৬শ টাকা সঞ্চয় হিসেবে নেয়া হয়। এ ব্যাপারে ম্যানাজার খলিলুর রহমানের সীল স্বাক্ষর যুক্ত পাশ বহি সদস্যদের দেয়া হয়। গত শনিবার উক্ত ম্যানাজার সদস্যদের জানায়, তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ দু’দিনের মধ্যে ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই মতে যিনি ১ লাখ টাকা নিবেন তার বিপরীতে ১০ হাজার টাকা সঞ্চয় এবং ২ লাখ টাকা ঋণের বিপরীতে ২০ হাজার টাকা সঞ্চয় রবিবারের মধ্যে দিতে হবে। যারা ওই সময়ের মধ্যে সঞ্চয়ের টাকা জমা দিবেন তাদেরকে ২ দিনের মধ্যে ঋণ দেয়া হবে। এমন লোভনীয় অফার শুনে গ্রামের সহজ সরল মহিলারা ম্যানাজার খলিল ও তার সহকর্মীর নিকট সঞ্চয়ের টাকা জমা দেন। সদস্য ও ঋণের সঞ্চয় মিলে প্রায় ৪/৫ লাখ টাকা এক দিনে সংগ্রহ করে আলো ফাউন্ডেশনের ম্যানাজার দাবীদার খলিলুর রহমান ও তার সহকর্মী। গতকাল সোমবার (২৩ জানুয়ারী) সকালে সদস্যরা তাদের ঋণ গ্রহনের ফরম পুরণ করার জন্য অফিসে আসলে দেখা যায় অফিস তালা বদ্ধ। রবিবার রাতেই চম্পট দেয় প্রতারকচক্র। অফিস রুমে ২টি চেয়ার ও ২টি টেবিল ব্যতিত আর কিছুই নাই। প্রতারনার শিকার মহিলাদের হাতে দেয়া সঞ্চয় বহিঃ এর মধ্যে শুধুমাত্র সঞ্চয়েরর ৬০০ টাকা লিখা রয়েছে। আর ১০/২০ হাজার টাকার সঞ্চয়ের আলাদা রসিদ দেয়া হয়েছে। উক্ত পাশ বই এ লিখা রয়েছে “আলো ফাউন্ডেশন” ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত). রেজিঃ নং এস-৯৮৯৮,সি-৯৭২০৪/১১, প্রধান কার্যালয়- ব্যাংক কলোনী, সাভার, ঢাকা-১৩৪০। উক্ত হায়হায় কোম্পানীর শিকার গ্রামের সহজ সরল অসহায় মহিলারা সর্বশান্ত হয়ে পড়েছে। এর আগেও আরও একাধিক হায়হায় কোম্পানী এসে প্রতারনার মাধ্যমে বিপুল পরিমান টাকা নিয়ে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com