বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

রিচি ও সুলতান মামদুপুর এর বিরোধ সমাধান হওয়ায় সৈয়দ আহমদুল হকের কৃতজ্ঞতা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০১৪
  • ৩৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রিচি ও সুলতান মামদপুর এর বিরোধ এবং সালিসানদের উপর হামলার ঘটনাটি সম্মানজনক সমাধানে হবিগঞ্জ জেলাবাসীর সক্রিয় ভূমিকা রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ আহমদুল হক। রিচিতে সালিসের উদ্যোগ নিতে গিয়ে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী ও বহুলার সর্দার আব্দুল মান্নান অপদস্থ হওয়ায় তাদের প্রতি তিনি দু:খ প্রকাশ করেন এবং মন্দরী ইউ.পি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন খন্দকার আহত হওয়ায় তার প্রতি সহানুভুতি, সহমর্মিতা ও দু:খ প্রকাশ করেন। এ ছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতিও দু:খ প্রকাশ করেছেন। সেই সাথে রিচি ও সুলতান মামদপুর গ্রামবাসীকে ধৈর্য্যধারন করে ৫ আগষ্ট হবিগঞ্জের কিবরিয়া মিলনায়তনের সালিস বিচারে অংশ গ্রহন করে সম্মানজনক সমাধানে সহযোগীতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বোপরি হবিগঞ্জের সামাজিক সম্প্রীতি ও সহাবস্থানের স্বার্থে বিষয়টি সম্মানজনক সমাধান করার লক্ষে বলিষ্ট ভূমিকা রাখায় সাবেক সাংসদ চৌধুরী আব্দুল হাই, সংসদ সদস্য আলহাজ এডভোকেট আবু জাহির, সাংসদ আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান, সংসদ এম এ মুনীম চৌধুরী বাবু, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ফরিদ আহমেদ অলি সহ হবিগঞ্জ জেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com