রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

মন্দরী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে- আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে ছাত্রলীগ থেকে উঠে আসা আওয়ামীলীগ নেতাদের মনোনয়ন দেওয়ার দাবি

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন ও ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরি ও উপদেষ্ঠা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে স্থানীয় প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফারুক হোসেন বেলুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য আহাম্মদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট চৌধুরী আবু বকর সিদ্দিকী, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম ফুল মিয়া, বানিয়াচং ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাহেদ আলী শাহেদ, ৪নং ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইনু, ৬নং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অনিল কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক রবিন্দ্র দাস, বড়ইউড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, পুকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী শাহাজাহান মিয়া, মক্রমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশিক মিয়া, সাধারণ সম্পাদক মাসুদুল কবির, সুজাতপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আকল মিয়া, মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়বুর রহমান চৌধুরী, পৈলারকান্দি ইউনিয়ন সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক পরিতোষ মাস্টার, খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফোজ আহমেদ, দৌলতপুর ইউনিয়নের সভাপতি মাদাই বৈষ্ণব, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সুবিদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জয় কুমার দাস, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল, জলসুখার গাজিউর রহমান গাজী, শিবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, কাকাইলছেও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, জেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার বলেন-জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের সর্বোচ্চ উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারাবাহিকতায় বানিয়াচং-আজমিরীগঞ্জে উন্নয়ন হয়েছে। তিনি বলেন-জননেত্রী শেখ হাসিনা গরীব ও দুঃখী মানুষের কল্যানে বয়স্ক, বিধবা ভাতা দেওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে উঠে আসা বর্তমান আওয়ামীলীগ নেতাদের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com