স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সিন্ডিকেটের মাধ্যমে ডিলাররা এলপি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। সরকারি ১২ কেজি এলপি গ্যাসের নির্ধারিত দাম ১২শ টাকা, কিন্তু কিছুদিন আগে যদিও সরকারি ঘোষনা দেয়া হয় ফেব্রুয়ারিতে বাড়তে পারে গ্যাসের দাম। কিন্তু এর আগেই কতিপয় ডিলার ১২শ টাকার গ্যাস ১৪শ টাকা করে আদায় করছে। অন্যথায় গ্রাহকদের সাথে দুব্যবহারসহ দোকান থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই নিরূপায় হয়ে তাদের কথামতো অতিরিক্ত দামে নিতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে প্রতিনিয়তই ব্যবসায়ীদের সাথে গ্রাহকদের বাকবিতন্ডা ও হাতাহাতি হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, হবিগঞ্জ শহরে অর্ধশতাধিক ডিলার রয়েছে। এর মধ্যে শুধুমাত্র কয়েকটি দোকানে সঠিক দাম রাখা হচ্ছে। অন্যগুলোতে অতিরিক্ত দাম রাখা হচ্ছে। বিষয়টি ভোক্তা অধিকারের পরিচালককে জানালে তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ^াস দেন।