মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেছেন মহিলা বিষয়ক অধিদপ্তর ও সূচনা’র প্রতিনিধিগণ। গতকাল বিকালে বানিয়াচংয়ের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের শরীফখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবটি পরিদর্শন করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, সূচনার ম্যানেজার কামরুন্নাহার, টেকনিক্যাল অফিসার বিকাশ চন্দ্র সাহা, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, জেন্ডার প্রোমোটার হ্যাপি আক্তার, সংগীত শিক্ষক বাসুদেব বৈষ্ণব, আবৃত্তি শিক্ষক লোবা আক্তার। পরিদর্শনকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার ক্লাবের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি ক্লাবের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কোন এলাকায় বাল্য বিবাহ সংগঠিত হলে কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা বাল্য বিবাহ বন্ধে কার্যকারী ভূমিকা পালন করবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা বলেন, সরকার কিশোর-কিশোরীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং একটি আলোকিত সমাজ গঠনে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম হাতে নিয়েছে, আজকের কিশোর-কিশোরী-ই আগামীর ভবিষ্যত, তাই তাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে।
সূচনার ম্যানেজার কামরুন্নাহার বলেন, বানিয়াচং উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম গুলো দেখে খুবই ভাল লেগেছে, ক্লাবের ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি খুবই ভাল লাগার একটি বিষয়। এভাবে কিশোর-কিশোরীদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। ক্লাবের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে তিনি কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রমের সাথে দায়িত্বরত সকলকে ধন্যবাদ জানান।