সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল বাহুবলে বিল ইজারা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক নবীগঞ্জে ঈদের জামাত পড়া নিয়ে বৃদ্ধ খুনের ঘটনায় আসামী গ্রেপ্তার পবিত্র ওমরা পালন শেষে আজ হবিগঞ্জ ফিরবেন জি কে গউছ নবীগঞ্জে মা’কে মারধর করে ঘর থেকে বের করে দিল পাষন্ড ছেলে হবিগঞ্জে বিজিবি’র পৃথক অভিযান ॥ ২৭ কেজি ভারতীয় গাঁজা সহ পিকআপ আটক নবীগঞ্জ পুলিশের অভিযানে ৩ পলাতক আসামী গ্রেপ্তার উমেদনগর টাইটেল মাদ্রাসার শাহী ঈদগাহে স্মরণকালের বড় ঈদ জামাত অনুষ্ঠিত নবীগঞ্জের বাউসী গ্রামে অস্ত্রধারী ডাকাত দলের হানা ॥ স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

আমুকোনা বেতাপুর একতা শ্রমজীবী যুব সংঘের উদ্যোগে নবীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ উপজেলার আমুকোনা বেতাপুর একতা শ্রমজীবী যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান গত শুক্রবার (২০ জানুয়ারি) রাতে অনুষ্টিত হয়েছে।
সংগঠনের সভাপতি শেখ সাদেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আব্দুর রাজ্জাকের পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পদত্যাগী সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ব্যারিস্টার মোজাক্কির হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য শেখ শফিকুজ্জামান শিপন, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগ এর সাধারণ সম্পাদক এম ফরহাদুজ্জামান মোহিত, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, দেবপাড়া ইউপি চেয়ারম্যান শাহরিয়ার নাদির সুমন, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক শফিউল আলম হেলাল, নজরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর মহিবুর রহমান চৌধুরী তছনু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মুকিত মেম্বার, কুর্শি ইউপির জাবেদ আহমদ, যুবলীগের নেছার আহমেদ জগলু, তোফায়েল আহমদ, আশরাফুল বেগ, ছাত্রলীগের জাহিদুল ইসলাম রুবেল সহ আওয়ামীলীগ, কৃষক লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামীলীগ পরিবারের অসংখ্য নেতাকর্মী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আলমগীর চৌধুরী ব্যক্তিগত পক্ষ থেকে নবীগঞ্জ শহরে নতুন বাজার এলাকায় পত্রিকার হকার ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। এ সময় আজমিরিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল মালিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা এটিএম সালামসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com