বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

হবিগঞ্জে জমকালো আয়োজনে এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এসএটিভির ১১ বছরে পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। এসএ টিভি’র হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, প্রবাসী মুক্তিযুদ্ধ সংগঠক ও বিশিষ্ট শিল্পপতি মোঃ সামছুদ্দিন আহমেদ এমবিই, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রুপান্তরের হবিগঞ্জ প্রতিনিধি শোয়েব চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, এয়ারলিংক ক্যাবল নের্টওয়ার্কের ব্যবস্থপনা পরিচালক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা।
অনুষ্ঠানে পুলিশ সুপার এসএম মুরাদ আলী জেলা পুলিশের পক্ষ থেকে এসএটিভি ১১ বছরে পদাপর্ণ উপলক্ষে হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে কেক কাটেন অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১০ বছর ধরে অত্যন্ত সাফল্যের সাথে এসএ টিভি বস্তনিষ্ট সংবাদ ও বিনোদনমুলক অনুষ্ঠান পরিচালনা করে আসছে। আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা এসএ টিভি’র উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল হালীম, প্রেসক্লাবের সহ-সম্পাদক ও একাত্তোর টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, ফয়সল চৌধুরী, মোহনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি নূরুল হক কবির, গ্লোবাল টিভির এমএ আজিজ সেলিম, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, সাংবাদিক জুয়েল চৌধুরী, এনটিভি (ইউরোপ) ও দৈনিক নয়া শতাব্দীর হবিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান তারেক, মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, এখন টিভির জেলা প্রতিনিধি কাজল সরকার, বিজয় টিভির ইলিয়াছ আলী মাসুক, দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমীর হামজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তালাওয়াত করেন এসএ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com