নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকাল ৪ টায় গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ-বাহুবলের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়ার নির্দেশনায়, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক বাবুল আহমেদ চৌধুরীর সৌজন্যে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ছালিক আহমদ চৌধুরীর। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান শেখ সাদিকুর রহমান শিশু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক রনি, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মুসফিকুজ্জামান চৌধুরী নোমান, পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক জয়নাল আবেদীন, নুরুল আমিন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মনর উদ্দিন, বিএনপি নেতা ফুলকাছ মিয়া, এনাম উদ্দিন, ডাঃ কামরুজ্জামান, মইনুল ইসলাম বাচ্চু, হারুন মিয়া, বাছিতুর রহমান রুহেল, জাহান আহমেদ জানার, এনামুল হক, হাজী সরাজ মিয়া, ফিরোজ মিয়া, আলমগীর চৌধুরী, হিমাংশু সরকার ভজন, ফারুক মিয়া, খোকন মিয়া, আনচার মিয়া, জাবির হোসেন লাল, পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, যুবদলনেতা আল আমিন, আবুল কালাম মিঠু, শেখ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল-আমিন তালুকদার, সহিদুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রশিদুল ইসলাম, কলেজ ছাত্র দলের সদস্য সচিব সৈয়দ শিহাব, যুগ্ম আহবায়ক হুসাইন তালুকদারসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।