স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার জারুলিয়া প্রাইমারী স্কুলের সামন থেকে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগে তাদের সাথে থাকা অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
গত মঙ্গলবার গভীর রাতে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের সিরাজ মিয়ার পুত্র আলমগীর মিয়া (৩০) ও তৌফিক মিয়ার পুত্র শাহিন মিয়া (২৩) কে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে নম্বরবিহীন মোটর সাইকেল ও উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের সাথে থাকা লুৎফুর মিয়া নামে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ডিবি পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে। গতকাল বুধবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।