নবীগঞ্জ প্রতিনিধি ॥ দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার কিবরিয়া চৌধুরীকে হত্যার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন নবীগঞ্জ সাংবাদিক নেতৃবৃন্দ। সংবাদ পত্রে প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ হামলার চেষ্টা কারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। বিবৃতি দাতারা হলেন, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, শাহ সুলতান আহমদ, দৈনিক সিলেটের ডাক নবীগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার এম,এ বাছিত, আব্দুল কাইয়ূম আজাদ, এসআর চৌধুরী সেলিম, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ আবু তালেব, শাহ মিজানুর রহমান, শাহ মিলাদুর আবেদ, মোঃ আলমগীর মিয়া, বুলবুল আহমদ, জহির”ল ইসলাম জোনাক, বাবুল দেব, শাহ তজমুল আলী নিলু, শামিম আহমদ।