স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খাদ্য গোদাম রোড এলাকার একটি দোকান থেকে ১৫৬ বস্তা ভেজাল টিএসপি ও জিমসাম জব্দ করেছে প্রশাসন। এ সময় দোকানের মালিকের ছেলেকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাস ও ভোক্তাধিকারের যৌথ অভিযানে এসব ভেজাল সার জব্দ করা হয়। সূত্র জানায়, হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের বাসিন্দা কাজল চন্দ্র রায় শহরের খাদ্য গোদাম এলাকার রোড এলাকার হরেকৃষ্ণ টেডার্স ও মেসার্স তিলোত্তমা এগো সার্ভিস নামে দীর্ঘদিন ভেজাল সার কীটনাশকের ব্যবসা করে আসছে। গতকাল বেলা ২টা দিকে তার দোকান থেকে ১০ বস্তা ভেজাল টিএসপি কিশোরগঞ্জের বাজুকা বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে নিয়ে যাওয়ার সময় হবিগঞ্জ শহরের নতুন খোয়াই মুখ
এলাকার পৌর ঘাটলা থেকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে। এ সময় তারা এ বিষয়টি হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসকে অবগত করেন। খবর পেয়ে বিকেল ৩টার দিকে জেলা প্রশাসনের পক্ষে এক্সিটিউটিভ ম্যাজিস্ট্রেট শোয়েব শাত-ইল ইভান ও ভোক্তাধিকার কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, কৃষি কর্মকর্তাসহ একদল পুলিশকে সাথে নিয়ে সেখানে যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় আটককৃত ১০ বস্তা টিএসপি সার ভেজাল হিসেবে প্রমানিত হয়। পরে তারা খাদ্য গোদাম রোডে কাজল রায়ের দোকানে অভিযান যান পরিচালনা করেন। এ সময় দোকানে থাকা কাজল রায়ের ছেলে নয়ন চন্দ্র রায়কে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে সে সন্দেহ জনক আচারণ করে। পরে তার গরু’র বাজারস্থ গোডাউন অভিযান পরিচালনা করেন ১৪৬ বস্তা ভেজাল জিপসাম সার জব্ধ করা হয়। এ সময় তার গোডাউনে থাই মুক্তা জিপসার নামে বাজার করণের খালি প্যাকেট উদ্ধার করা হয় এবং কাজল রায়ের ছেলে নয়ন চন্দ্র রায়কে আটক করা হয়। এক্সিটিউটিভ ম্যাজিস্ট্রেট শোয়েব শাত-ইল ইভান জানান, শহরের খাদ্য গোদাম এলাকার রোড এলাকার হরেকৃষ্ণ টেডার্সের স্বত্ত্বাধিকারী কাজল চন্দ্র রায়ের সারের গোডাউনে অভিযান চালিয়ে ১৪৬ বস্তা ভেজাল জিপসাম সার জব্ধ করা হয়েছে। এছাড়াও বিক্রিকালে আরো ১০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করা হয়। অভিযানে প্রমানিত কাজল রায় জৈব সারকে সরকারি বিএডিসির নকল বস্তার ডুকিয়ে টিএসপি (মাটিয়া সার) বলে বাজারজাত করছেন। এছাড়াও তার গোডাউনে ভেজাল জিপসাম সার ও কীটনাশক তৈরী ও বাজারজাত করা হয়। সরকার অনুমোদিত বিএডিসির টিএসপি সার বস্তা ১ হাজার ১শ টাকা। আর ভেজাল টিএসপি সার কাজল রায় ৭০০/৭৫০ টাকায় বিক্রি করছেন। এসব সার ক্রয় করে কৃষকরা প্রতারণা শিকার হচ্ছেন। ভেজাল সার বিক্রি করা দায়ের কাজল রায়ের ছেলে নয়ন রায়কে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।