শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামে মোঃ জাবেদ মিয়া (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক বসতঘর সহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুছ মিয়ার পুত্র। সরকারি সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাবেদের মায়ের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের ঘরদাইর গ্রামের বড়হাটির বাসিন্দা মোঃ আব্দুল কুদ্দুছ মিয়ার পুত্র মোঃ জাবেদ মিয়া (২৮) দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত। ইতিমধ্যে সে কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তবে কিছুদিন ঘরসংসার করার পর তার স্ত্রী-ই তাকে ছেড়ে চলে যায়। তাদের দাম্পত্যজীবনে কোন সন্তানাদি ছিল না। বর্তমানে কিছুদিন ধরে তার পাগলামি আশংকা জনকভাবে বেড়ে যায় বলে গ্রামের লোকজন জানায়। এ ছাড়া সম্প্রতি সে নেশাদ্রব্য সিগারেটের প্রতি খুবই আসক্ত হয়ে পড়ে। গত সোমবার দিবাগত গভীর রাতে ২ টায় এলাকার লোকজন মানসিক ভারসাম্যহীন মোঃ জাবেদ মিয়ার বসতঘর থেকে ধূঁয়ার কুন্ডলি উঠতে দেখতে পায়। আশপাশের লোকজন শোর-চিৎকার শুরু করে। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ভস্মিভূত হয়ে যায় সম্পূর্ণ বসতঘর। ঘর থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে জাবেদ মিয়ার ঘটনাস্থলেই করুণ মৃত্যু হয়। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে। এদিকে একই দিন দুপুর আড়াইটায় সরকারি সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা জাবেদের মায়ের হাতে তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা প্রমুখ।