আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ পেটে পেচিয়ে বহনকালে ৪ কেজি গাঁজাসহ আইনুল হক (২২) ও সেজুল মিয়া (২৩) নামের দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চুনারুঘাট উপজেলার আমুরোড বাজার সিএনজি স্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আমুরোড বাজার সিএনজি স্ট্যান্ডের চেকার ফারুক বলেন, স্ট্যান্ডে চুনারুঘাটের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির সামনের সিটে বসে আইনুল ও সেজুল। ড্রাইভার নড়াচড়া করতে তাদের পেটে পেচানো পলিথিনে হাত লাগে। এতে ড্রাইভারের সন্দেহ হলে চেকার ফারুককে ডাক দেন। ফারুক উপস্থিত জনতাকে নিয়ে আইনুল ও সেজুলকে তল্লাশি করে তাদের পেটে পেচানো গাঁজা পান। তাদেরকে আটক করে চুনারুঘাট থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। আইনুল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের চান মালিকের পুত্র ও সেজুল একই গ্রামের ফজল আমিন এর পুত্র।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান, ওসি মোঃ আলী আশরাফ।