স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় প্রতিপক্ষের হামলায় গোলাম দস্তগীর (৪৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। তিনি হাসপাতাল সড়ক এলাকার নিউ লাইফ ডায়াগনষ্টিক সেন্টারের মালিক। আহত সূত্রে জানা যায়, ব্যক্তি তার কাছে সুদে টাকা দেয়। সুদে আসলে গোলাম দস্তগীর তাকে মোট ২০ লাখ টাকা দেয়। এরপরও আরও সুদের টাকার জন্য ওই ব্যক্তি দস্তগীরের ওপর চাপ প্রয়োগ করে। এতে সে অনীহা প্রকাশ করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল সোমবার রাত ৮টার দিকে গোলাম দস্তগীরকে ওই এলাকায় একা পেয়ে তাকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক।