স্টাফ রিপোর্টার ॥ দুটি মামলায় ৮ বছরের সাজা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আজমিরিগঞ্জ ফিস ইন্ড্রাষ্ট্রিজের সাবেক পরিচালক মোঃ আঃ হালিম। এখানেই শেষ নয় গ্রেফতারী পরোয়ানা নিয়ে তিনি আজমিরিগঞ্জ মিয়াধন মিয়া গার্লস স্কুলের গভর্নিং বডির সভাপতিও নির্বাচিত হয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। মামলা সূত্রে জানা যায়, সোনালী ব্যাংক নারায়নগঞ্জ কর্পোরেট শাখা হতে বিভিন্ন সময়ে আজমিরিগঞ্জ ফিস ইন্ড্রাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও অপর একজন পরিচালক সহ পরিচালক আঃ হালিম ৬ কোটি টাকা ঋণ নেয়। আসামীরা মিথ্যা তথ্য দিয়ে মেসার্স আজমিরিগঞ্জ ফিস ইন্ড্রাষ্ট্রিজ লিঃ এর অনুকুলে মাছ রপ্তানীর জন্য ঋণ গ্রহন করে প্রতারণা পূর্বক টাকা আত্মসাৎ করেন। পরবর্তিতে গুদামে প্লেজ ও হাইপোকৃত মাছ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটিও আত্মসাতের বিষয়ে সত্যতা পায়। এ বিষয়ে নারায়নগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ টিআর নং-৫৮/২০১৭ ও জি আর নং-২৬২/১৯৯৫ মামলা দায়ের করলে দীর্ঘ বিচারকার্য শেষে নারায়নগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফয়সল আতিক বিন কাদের ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী আজমিরিগঞ্জ ফিস ইন্ড্রাষ্ট্রিজের পরিচালক আব্দুল হালিমকে ৪০৬ পেনাল কোড ১৮৬০ এর অপরাধ প্রমানীত হওয়ায় দোষী সাব্যস্থ করে তিন বছরের সশ্রম কারদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা একই ভাবে ৪২০ ধারায় পেনাল কোড ১৮৬০ এর অপরাধ প্রমানীত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ টাকা জরিমানা করে রায় প্রদান করেন। আসামী আঃ হালিমের অনুপস্থিতে রায় ঘোষনার পর থেকে সে পলাতক রয়েছে। কিন্তু পলাতক আসামী কিভাবে স্কুল গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছে এ নিয়ে জনমনে নান প্রশ্নের সৃষ্টি হয়েছে। দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েও এলাকায় তার প্রকাশ্যে চলাফেরায় আইনশৃংখলা বাহীনীর ভূমিকাও প্রশ্নবিদ্ব।