স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন হলের রওশন রেজা এম্পায়ারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর মামলার ৩ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে এ আদেশ দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন চৌধুরী আশরাফুল বারী নোমান রাষ্ট্রপক্ষে ছিলেন ত্রিলোক কান্তি চৌধুরী বিজন।
আসামিরা হল, সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নাসির, এমরান, ভরপূর্ণি সালেহ আল মামুন। এর আগে মামলাটি এফআইরগণ্যে রুজু হলে আসামিরা কিছুদিন আত্মগোপনে থাকে। এরপর পুলিশের তাড়া খেয়ে হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন লাভ করে। হাইকোর্টের নির্দেশে তারা আদালতে হাজির হয়। এর আগে গত ৬ নভেম্বর সন্ধ্যায় ওই মার্কেটের নিচ তলার ব্যবসায়ী রেডমি মোবাইল সেন্টারের মালিক ইব্রাহিমের সাথে দ্বিতীয় তলার রংধনু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নাসির উদ্দিনের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডার জেরে তার উপর হামলা চালায়। এতে ওই ব্যবসায়ীসহ তার ভাই আহাম্মদ আলী গুরুতর আহত হয়। তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আদালতে আলী আহম্মদ বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন।