প্রেস বিজ্ঞপ্তি ॥ অংকন হউক, শিক্ষার আরেকটি সম্ভ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে রঙ্গের মেলা আর্ট একাডেমি উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে শহরের বাণিজ্যিক এলাকার মামুন ম্যানশনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে একাডেমির মোড়ক উন্মোচন করেন পিইডিপি-৪ অতিরিক্ত সচিব ও অতিরিক্ত মহাপরিচালক দীলিপ কুমার বনিক। ডাক্তার বিশ্বজিৎ আচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা প্রশাসক অতিরিক্ত (রাজস্ব) রফিকুল আলম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ এর প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, চাদের হাসির প্রজেক্ট ম্যানেজার কাউছার আহমেদ রুমেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন আর,বি,কে রঙ্গের মেলার প্রধান পরিচালক সঞ্জয় দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সাহিত্যিক সুভাষ আচার্য্য। শুভেচ্ছা বক্তব্যে সঞ্জয় দাশ বলেন-রঙ্গের মেলা আর্ট একাডেমি প্রধান লক্ষ্য হলো পথ শিশু ও প্রতিবন্ধী বাচ্চাদের ফ্রী কাস করানো মাধ্যমে তাদের পাঠদান করা হবে। এছাড়াও তাদেরকে আর্ট, নৃত্য, উচ্ছারণ, আবৃত্তি প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের এই মহতি উদ্যোগের প্রশংসা করে পিইডিপি অতিরিক্ত সচিব ও অতিরিক্ত মহাপরিচালক দীলিপ কুমার বনিক। তিনি বলেন-এ লক্ষ্যে পৌছানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। পৌর মেয়র আতাউর রহমান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পৌরসভা অথবা জেলা প্রশাসকের মাধ্যমে জায়গা দেওয়ার ব্যবস্থা করাসহ আর্থিক সহযোগিতা আশ্বাস দেন। অনুষ্ঠানে রঙ্গের মেলা আর্ট একাডেমি থেকে প্রধান অতিথির ছবি অংকন করে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহান অনুউপস্থিত থাকায় তার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল আলম (রাজস্ব) কাছে জেলা প্রশাসকের অঙ্কনকৃত ছবি সম্মাননা দেওয়া হয়। এছাড়া পৌর মেয়রকে স্বারক সম্মামনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রয়াত রজেন্দ” দাশ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণীয় অনুষ্ঠিত হয়। সর্বশেষে হবিগঞ্জের গৌরব আরটিভির বাংলার গায়েন সিজন-২ চ্যাম্পিয়ন বাধন মোদক সংবর্ধনা দেওয়া হয়। পরে বাধন মোদক সংগীত পরিবেশন করেন এবং সঙ্গীত পরিবেশন করেন এবং এই সংঘঠনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।