শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান, যুক্তরাষ্ট্রের টিউলেইন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন বিভাগের বিজ্ঞানী প্রফেসর ড. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদকে শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের প্রথম উপদেষ্টা ও আজীবন সদস্য করায় এক সংবর্ধনা দিয়েছে অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
গতকাল রবিবার (১৫ জানুয়ারি) বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে কোর্টান্দর এলাকায় সৈয়দ আব্দুল মতিন- জহুরন্নেছা ক্লিনিকে শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সফিক এর পরিচালনায় প্রধান অতিথি বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কোর্টান্দর গ্রামের সাহেব বাড়ীর সন্তান বিজ্ঞানী প্রফেসর ড. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, ড. সফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন- ডিবিসি পরিচালক মোঃ নজরুল ইসলাম, ডাঃ সাবিনা ইয়াসমিন, প্রধান শিক্ষক দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ, আব্দুল হান্নান চৌধুরী প্রমূখ। স্বাগত বক্তব্য শেষে যুক্ত রাষ্ট্রের টিউলেইন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন বিভাগের বিজ্ঞানী প্রফেসর ড. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদকে অনলাইন প্রেসক্লাবের প্রথম উপদেষ্টা ও আজীবন সদস্য করা হয়। এ উপলক্ষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।