স্টাফ রিপোর্টার ॥ “জয় হোক মানবতার, জয় হোক সন্ধানীর” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এই বছরও সন্ধানী শেখ হাসিনা মেডিকেল কলেজ ইউনিট হবিগঞ্জ শীতার্ত অসহায় মানুষদের মাঝে ভালবাসার উপহার পৌছে দিয়েছে। চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত শানখলা ইউনিয়নের জোয়ার লালচান্দ গ্রামে এ স্বেচ্ছাসেবী সংঘটনটি ছুটে যায় শীতবস্ত্র নিয়ে। স্থানীয় চেয়ারম্যান, সন্ধানী শেহামকে-হবিগঞ্জ এর সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্যদের উপস্থিতিতে প্রায় শতাধিক পরিবারের মধ্যে বিলিয়ে দেয়া হয় এই উপহার। শীতবস্ত্র সংগ্রহ, অনুদান এবং বিতরণের মাধ্যমে এ কাজে আন্তরিকভাবে সহায়তা করেন শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ-এর শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য রক্তদান এবং মরণোত্তর চক্ষুদান নিয়ে কাজ শুরু করলেও সন্ধানী এখন আর্ত মানবতার কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। রক্তদান ও চক্ষুদান মানেই সন্ধানী। সন্ধানী শুধু রক্তদান বা চক্ষুদানের মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। স্বেচ্ছাসেবী সংগঠনটি ড্রাগ ব্যাংক পরিচালনা, ত্রাণ কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, হেলথ ক্যাম্প, বিভিন্ন ঘাতকব্যাধি প্রতিরোধে টিকাদান ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়াও যেকোনো জাতীয় দুর্যোগে সন্ধানী সবসময় মানবতার সেবায় ঝাঁপিয়ে পড়ে।