শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব রাজিউড়া থেকে মাদক ব্যবসায়ী আটক ॥ ১০৫ পিস ইয়াবা উদ্ধার ঢাকা পঙ্গু হাসপাতালে গেলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম. এ মালেকচিকিৎসাধীন বিএনপি নেতা জাকির হোসেনকে দেখতে হবিগঞ্জে ছাত্র আন্দোলনের ঘটনায় নবীগঞ্জের জিয়া উদ্দিনকে আসামী করায় বিএনপি নেতাদের ক্ষোভ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শহরতলীর এড়ালিয়ায় বিরোধপূর্ণ ভূমিতে দেয়াল নির্মাণের চেষ্টা জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা সি আই মটরসের সোনালিকা ডে-২০২৪ উদযাপন নবীগঞ্জে সাড়ে তিনঘণ্টা বন্ধ ছিল বিদ্যুৎসেবা আজমিরীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বানিয়াচংয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ’লীগ উন্নয়নের নামে দেশকে লুটপাটের জোয়ারে ভাসিয়েছে

হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে ডাঃ সামন্ত লাল সেন ॥ স্বল্প পরিসরে হলেও হবিগঞ্জে বার্ন ইউনিট চালু করা হবে

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে স্বল্প পরিসরে হলেও বার্ন ইউনিট চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের অনুরোধের প্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, হবিগঞ্জের প্রতি আমার নাড়ির টান, শেকড়ের টান। এখানে আমি মাটির গন্ধ পাই। মায়ের গন্ধ, বাবার গন্ধ পাই। হবিগঞ্জের যে কোন কাজে সাথে থাকার আশ্বাস দেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ। অনুষ্ঠানে ডাঃ সামন্ত লাল সেনের সহধর্মিণী রত্না সেন, ছোট বোন নন্দিতা সরকার ও ভগ্নিপতি অরুণ কুমার সরকার ছাড়াও হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ডা. সামন্ত লাল সেন বলেন, হবিগঞ্জ আমার জন্মভূমি। হবিগঞ্জের নাগুড়াতে আমি জন্মগ্রহন করি ১৯৪৯ সালে। আমার বাবা একজন কৃষিবিদ ছিলেন। তিনি নাগুড়া ফার্মে কাজ করতেন। আমরা ৫ ভাই, ১ বোনের সবার জন্ম হবিগঞ্জে। আমার প্রাথমিক শিক্ষা হবিগঞ্জেই শুরু, নাগুড়া ফার্ম স্কুলে। পরে বাবার চাকরির সুবাদে অন্যত্র চলে যাই। তিনি বলেন, হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে যেসব রোগী আমার কাছে যায়, আমি তাদের জন্য যথাসাধ্য চেষ্টা করি। কারণ, আমি মনে করি হবিগঞ্জ যেহেতু আমার জন্মস্থান, সেই এলাকার মানুষের সেবা করা আমার ধর্ম বা আমার বাবা-মার প্রতি সম্মান দেখানো হবে। আমার বাবা-মার অনেক স্মৃতি এখানে আছে। তিনি বলেন, সাংবাদিকরাই পারে দেশের অনেক কিছু বদলে দিতে, দেশটাকে সঠিক পথে চলতে। তিনি অনুরোধ জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেন জনসম্মুখে তুলে ধরা হয়। তিনি দুঃখ করে বলেন, তরুণ প্রজন্মের কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, হবিগঞ্জের বিধু বাবু সম্পর্কে ? তারা কেউ কিছু জানেই না! নামই শুনেনি! এটা আমাদের ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সন্তান। তারা কোন দলের না, কারো পক্ষের না। তাঁরা বাংলাদেশের দেশের জন্য যুদ্ধ করেছেন। আজ যদি দেশ স্বাধীন না হতো, তাহলে সামন্ত লাল সেন এই জায়গায় থাকতে পারতেন না। তাই মুক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মান দিতেই হবে। এখানে কার্পণ্য করার কোন সুযোগ নাই। তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর হাত দিয়ে ৫টা বেড নিয়ে শুরু করেছিলাম। তা থেকে আজ ৫শ’ বেডের বিশ্বের সর্ববৃহৎ বার্ণ ইনস্টিটিউট তৈরি করতে পেরেছি। আমি সবসময়ই বলি, বাবার হাতে ৫ আর মেয়ের হাতে ৫শ’। বঙ্গবন্ধুর হাতে ৫ আর তাঁর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৫শ’ শয্যা। এই চলার পথে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে। কিন্তু আমি সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি সাংবাদিকদের। সাংবাদিকরা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তার জন্যই কিন্তু আজ এতো বড় একটা হাসপাতাল তৈরি হয়েছে। নাহলে এটা কোন দিনই সম্ভব হতো না। আমি সবসময়ই বলি, সাংবাদিকতা এমন একটি পেশা, যে পেশায় সমাজকে বদলানো যায়। একটা সমাজকে অনেক উপরে উঠানো যায়। সাংবাদিকরা সৃজনশীল অনেক কিছু করতে পারে। ডা. সামন্ত লাল সেন বলেন, এই শীতে আগুনে পোড়া রোগীর বেড়ে গেছে। আমাদের হাসপাতালে জায়গা হয়নি। যার জন্য পুরাতন বার্ন ইউনিটে গত কয়েকদিন আগে একটা ইউনিট চালু করা হয়েছে। সাবধানতা অবলম্বন করলে আগুনে পোড়া রোগীর সংখ্যা কমানো সম্ভব। এখন শীতের মধ্যে গোসল করার জন্য গরম পানি করে বাথরুমে নিয়ে যায়। এই গরম পানিটা ডেকচিতে বহন করা হয়। ধাক্কা লেগে বাচ্চাদের গায়ে পড়ে যায়। এরকম সমস্যা নিয়ে আমাদের হাসপাতালে এখন শতকরা ৯৫ ভাগ রোগী ভর্তি রয়েছে। কিন্তু গরম পানি বালতিতে করে নিয়ে গেলেই তা এড়ানো যায়। তিনি বলেন, আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল নিমতলীতে। সেই ৩ জুনকে সামনে রেখে যদি বিশ্ব অগ্নি সচেতনতা দিবস ঘোষণা করে প্রতি বছর ব্যাপক প্রচারণা করতে পারি, তাহলে দেশে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা অনেক কমে যাবে। এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌছে দিতে গণমাধ্যম ছাড়া আর কোন উপায় নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com