স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৭৫০ কেজি চোরাই রাবারসহ ৩ জনকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে আসামীদেরকে বন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি রেলগেইট এলাকায় চোরাই রাবার পরিবহনের সময় একটি পিকআপ ভর্তি রাবারসহ ৩ জনকে আটক করে। পরে আটককৃত আসামীদেরকে শায়েস্তাগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করে।
আটককৃত আসামীরা হলো, বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের ছিদ্দেক মিয়ার ছেলে আল আমিন (৩০), একই উপজেলার হরিতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে হারুন মিয়া (৪২) এবং কুমেদপুর গ্রামের আব্দুন নুরের ছেলে জুয়েল মিয়া (৩৫)।
শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. মজনু প্রাং বলেন, আসামীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।