চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দর বাজার জামে মসজিদের নতুন দু’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বাদ জুমা চুনারুঘাটের স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী সুন্দরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আশ্রব উল্যার পুত্র সেলিম আহমেদ-এর ৫০ লাখ টাকার অনুদানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাহী ব্রিকস-এর স্বত্তাধীকারী ব্যবসায়ী সেলিম আহমেদ, সাটিয়াজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রশিদ মাস্টার, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, সুন্দরপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ধলাই মিয়া, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার সাহেব আলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সিরাজ আলী পন্ডিত ও মসজিদের ইমামসহ আরো অনেকেই।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমেদ বলেন, আমি আমার কষ্টার্জিত টাকা থেকে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদে দান করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মসজিদের দুতলা ভবন নির্মাণের শুরুতে তিনি ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন। ভবিষ্যতে ওই মসজিদের কাজে প্রয়োজনীয় সকল খরচ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।