বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে পুলিশের অভিযানে নগদ টাকাসহ জুয়াড়ি আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকালে বানিয়াচং থানার একদল পুলিশ উপজেলার মক্রমপুর ইউনিয়নের মক্রমপুর গ্রামের উত্তর দিকে খোলা জায়গার খেলার মাঠে জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। আটককৃতরা হল মক্রমপুর গ্রামের সোনাই মিয়ার পুত্র মোঃ হাফিজ উদ্দিন (৩৮), মৃত আলী হোসেনের পুত্র জিলাই মিয়া (৫৫), মৃত রাকিব মিয়ার পুত্র মোঃ রমজান আলী (৪৮) ও পৈলারকান্দি গ্রামের মৃত হাজী রাশেদ মিয়ার পুত্র আনোয়ার হোসেন (৫০) কে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১ হাজার ৩ শত ৬০ টাকা ও ১ ব্যান্ডেল জুয়া খেলার তাস জব্দ করা হয়। সকল আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।