স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে আজ ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি উপজেলার ঐতিহাসিক দরবার শরীফ ও হযরত নাছির উদ্দিন সিপাহশালাসহ ১২০ জন আউলিয়ার ৬৯৯তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।
ওরস উপলক্ষে সাজ সাজ রবে মেতে ওঠছে মুড়ারবন্দের মাজারের আশ-পাশ। ইতোমধ্যে নিরাপত্তা রক্ষায় মাজার কমিটির উদ্যোগে মাজারের বিভিন্ন স্থানে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে স্থানীয়দের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করেন একটি চক্র বসানোর আয়োজন করেছে। সূত্রমতে মেলার আশপাশে নির্জন স্থানে জুয়ার আয়োজনও করা হচ্ছে। জেলা আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ফতেহগাজি, চন্দ্রছড়ি মাজারে ওরস হলেও কোনো গান বাজনা, কিংবা সার্কাসের আয়োজন করা হয়নি। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বলেন, যদি জুয়ার আসর কিংবা বাউল গান অথবা অশ্লীল কোনো কিছু আয়োজন করা হয় তাহলে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, এসব আয়োজন না করতে মাজার কমিটিকে নিষেধ করা হয়েছে। ইতোমধ্যে তাদের একটি টিম প্রশাসনিক নিরাপত্তায় জন্য গতকাল থেকেই মাজারে অবস্থান নিয়েছে। তারা সাদা পোষাকে বিভিন্ন স্থানে তৎপর থাকবে। অশ্লীল কোনো কিছু দেখার সাথে সাথেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।