মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ব্র্যাক অফিসের ক্রেডিট অফিসারের স্বর্ণের চেইন, মোবাইল, আংটি ও স্কুটির চাবি ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল গফ্ফার (২৫) ও উজ্জল মিয়া (২৫) নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি উপজেলার আকন্দমহল্লা সড়কে কামালখানী ব্র্যাক অফিসের ক্রেডিট অফিসার কামরুন্নাহার তার অফিস থেকে স্কুটিযোগে বাসায় ফিরছিলেন। পথে ২ ছিনতাইকারী তার গতিরোধ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন এবং হাতে থাকা সাত আনা ওজনের স্বর্ণের ব্রেসলেট এবং ব্যাগে থাকা ৩টি মোবাইল ফোন, ১টি চার্জার, ১টি আংটি, ১টি ব্লুটোথ এয়ারপড এবং স্কুটির চাবি নিয়ে যায়। বিষয়টি জানামাত্রই খবর পেয়ে অফিসার ইনচার্জ অজয় দেবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং ব্র্যাককর্মীর কাছ থেকে বিস্তারিত শুনেন। মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চালানো হয়। গত ১০ জানুয়ারি রাতে বড় বাজার এলাকা থেকে কাজী মহল্লার আবু তাহের মিয়ার পুত্র মোঃ আব্দুল গাফ্ফার (২৫) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে রহস্য উন্মোচন হয়। তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে একই গ্রামের লাল হোসেনের পুত্র উজ্জল মিয়া (২৫) কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয় এবং একটি ডোবা থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, লুণ্ঠিত স্বর্ণালংকার হবিগঞ্জ সদরের বগলাবাজার ইছহাক সাফিয়া ম্যানশনের সুভাষ পালের মালিকানাধীন শ্রী শ্রী দয়ানন্দ শিল্পালয় দোকানে বিক্রি করে। পরে বানিয়াচং সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দের নেতৃত্বে অভিযান চালিয়ে লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয় এবং সুভাষ পাল (৩২) গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ব্র্যাক কর্মী কামরুন্নাহার বাদি হয়ে মামলা করায় আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়।