আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ বন থেকে গাছ কাটতে বাঁধা দেওয়ায় চুনারুঘাট সংরক্ষিত বনাঞ্চলের রেমা বিট অফিস পুড়িয়ে দিয়েছে বনদস্যুরা। এতে আগুনে পুড়ে আহত হয়েছেন মাহমুদুর রহমান খোকন এক বনকর্মী। খোকন বর্তমানে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। বন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, গত মঙ্গলবার রেমা সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটতে শুরু করে একদল বনদস্যু। এ সময় বনকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। এক পর্যায়ে বসদস্যুরা ক্ষিপ্ত হয়ে রাত ২টার দিকে বিট অফিসে আগুন লাগিয়ে দেয়। এ সময় বিট অফিসে ঘুমিয়ে থাকা খোকন আগুন পুড়ে আহত হন। তার একটি হাত আগুনে ঝলসে গেছে। এ ঘনটায় বন বিভাগ বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।