প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার হবিগঞ্জ শহরের ঘাটিয়া এলাকায় শংকর সিটির হলরুমে এক সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা শংকর পাল। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা বিজন বিহারী ভৌমিক, সুখলাল সূত্রধর, রতন কুমার রায় ও মোঃ আরজু মিয়া। পূর্ণাঙ্গ কমিটিতে শংকর দাশ সভাপতি, মিহির লাল দাস সবুজ সাধারণ সম্পাদক ও আহমেদ জামান খান শুভকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। অন্যান্য নেতৃবৃন্দ হলেন, ডাঃ বঙ্গবিহারী সরকার দুলু, মোঃ মুজিবুর রহমান ও হাজী আব্দুস সালাম সহ সভাপতি, মোঃ আলকাছ মিয়া, মৃদুল কুমার দাশ ও বাদল রায় যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শাহিদুল হক লিমন ও নূর মোহাম্মদ সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ লুৎফুর রহমান তাহির অর্থ সম্পাদক, অসিত চক্রবর্তী দপ্তর সম্পাদক, মনসুর আহমেদ প্রচার সম্পাদক, মোঃ হাফিজুর রহমান সুমন ক্রীড়া সম্পাদক, রনজয় ঘোষ শ্রম ও পংকজ কুমার দাশ, সমাজকল্যাণ সম্পাদক এবং কাউন্সিলর শেখ সুমা জামান মহিলা বিষয়ক সম্পাদক। কার্যকরী সদস্যরা হলেন, মহিতোষ দেব, মোঃ বজলুর রশিদ, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ সুমন মৃধা, ফজর উদ্দিন চৌধুরী টিটু, মোঃ নজরুল ইসলাম, মোঃ সালেক মিয়া, মোঃ সাজ্জাদ চৌধুরী, মোঃ এরশাদ মিয়া, কিতেন্দ্র রায়, সুব্রত দাস, মোঃ সুমন ও মোঃ আরিফুর রহমান।