স্টাফ রিপোর্টার ॥ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এর ব্যক্তিগত উদ্যোগে গতকাল হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের প্রাক্কালে উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ১০ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ন ও স্মরনীয় দিন। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুলেটের মুখেও পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে মাথা নত করেন নি। এই দিবসটি বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত গৌরবের ও বীরত্বের প্রতীক বহন করে। তাই এই দিনটি স্মরণীয় করে রাখতে আজ আমার এই আয়োজন।শীত ক্রমাগত বাড়ছে।
তিনি বলেন, যতদিন শীত থাকবে আমি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবো। মেয়র সমাজসেবী ও ধনাঢ্য ব্যক্তিদেরকে এই সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।