আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবলে শীত থেকে বাঁচতে খঁড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর রাতে দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল বুধবার (১১ জানুয়ারি) দুপুরে দিকে পারিবারিক কবরস্থানে ওই নারীকে দাফন করা হয়।
জানা গেছে, গত ৮ জানুয়ারি রাত ৯টার দিকে উপজেলার লামাতাশি গ্রামের বাসিন্দা রহিম উল্লাহর স্ত্রী মোছাঃ হাছেনা খাতুন (৪০) শীতে আগুন পোহাতে গিয়ে পড়নের কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
তাৎক্ষণিক তাকে পরিবারের সদস্যরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় গত মঙ্গলবার তার মৃত্যু হয়।