স্টাফ রিপোর্টার ॥ ‘আপনার পুলিশ, আপনার পাশে’ এ প্রতিপাদ্য নিয়ে তেঘরিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার তেঘরিয়া ইউনিয়ন পরিষদে এ সভা হয়। পুলিশিং সভায় উপস্থিত ছিলেন, সদর সার্কেল এসপি খলিলুর রহমান, সদর থানার ওসি গোলাম মর্তুজা, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এম এ মোতালিব, এসআই মুজিবুর রহমান, সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্যে গুজব প্রতিরোধ, সাইবার ক্রাইম, বাল্য বিয়ে, মাদক, জুয়া ও দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এসব অপরাধ দমনে সকলকে সাথে নিয়ে পুলিশ কাজ করবে বলে আশ^স্থ করা হয়। এ ক্ষেত্রে সকলকে বিট পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।