স্টাফ রিপোর্টার ॥ ১০ জানুয়ারি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্টিত হয়। এর পূর্বে সকাল ১০ টায় নিমতলা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জালী অর্পন করা হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সজিব আলীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন সহ-সভাপতি জিপি আফিল উদ্দিন, ডাঃ অসিত রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আতউর রহমান সেলিম, এডঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, এডঃ সুলতান মাহমুদ, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গৌতম কুমার রায় প্রমূখ। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এডঃ আলমগীর চৌধুরী বলেন, ১৯৭২ সালের ১০ই জানুযারী বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে দেশবাসী স্বাধীনতার স্বাদ ও বিজয়ের পুর্ণতা পেয়েছিল। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সফলতার সাথে দেশের উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়ন কাজ ব্যাহক করতে স্বাধীনতা বিরোধীচক্র ষড়যন্তে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশের উন্নয়নের মহা অগ্রযাত্রাকে দমিয়ে দিয়ে চায়। আওয়ামীলী পরিবাররের সকল নেতাকর্মীকে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।