প্রেস বিজ্ঞপ্তি ॥ বাউল, যন্ত্র শিল্পী ও সাউন্ড মালিক অধিকার আদায়ের লক্ষ্যে জেলা বাউল কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ এর উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী ও বিপুল রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বাউল শিল্পী মুক্তা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান সাহেব আলী, জেলা সাউন্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম চৌধুরী মিন্ঠু, আশিকুর রহমান মজনু, শেখ সেবুল মিয়া, মোঃ সবুজ মিয়া, আব্দুর রহমান ইদু, সৈয়দ বজলুর রহমান, খন্দকার কবির, স্বপন মিয়া, এম মুজিবুর রহমান, হায়দর আলী, আব্দুল মালেক, উজ্জল সরকার, হোসেন আলী, গীতিকার হাবিব, গীতিকার ডাঃ এম মুকিত, কবি ও গীতিকার আব্দুল বাছিত, গীতিকার উবেদ পাগলা, উমেদ আলী, ইতিশাহ, শান্তা ইসলাম, শিউলী রানী পাল, শিউলী সরকার প্রমুখ। সভায় সুষ্ঠ ধারায় প্রকৃত বাউল গান পরিবেশন করার দাবি জানান। সভা শেষে শোডাউন করে ৫শতাধিক বাউল, যন্ত্র শিল্পী ও সাউন্ড মালিকসহ নেতৃবৃন্দ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের বাস বভনে যান। এ সময় তারা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এমপি আবু জাহির বলেন-রাষ্ট্রীয় ভাবে বাউল গান বন্ধের কোন নির্দেশনা নেই। স্থানীয় ভাবে বিভিন্ন কারণে আইন শৃংখলা কমিটির সভায় বাউল গান বন্ধ করা হয়েছিল। সুষ্ঠ ধারায় বাউল গান পরিবেশন করার জন্য আইন শৃংখলা কমিটির সভায় উপস্থাপন করা হবে বলে জানান তিনি। এ সময় এমপি আবু জাহির বলেন-বাউল ও যন্ত্রশিল্পীদের একমাত্র জীবিকা নির্বাহ করার মাধ্যম হলো বাউল গান। বাউল গান বন্ধ হওয়ার তাদের জীবিকা নির্বাহে মানবেতর জীবন যাপন করছেন তারা। তাদের পাশে থাকবেন বলে তিনি জানান।