বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা’র আঘাতে ভাতিজা আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে বানিয়াচং সদরের কামাল খানী গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামালখানী গ্রামের আব্দুল হামিদ এর পুত্র আবুল হাসান তাদের নিজ পুকুরের পানিতে গরু ধোয়াতে যায়। এতে তার চাচা আব্দুল কাউয়ুম বাঁধা দেয়। এর জের ধরে উভয়য়ের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে চাচা’র লাঠির আঘাতে ভাতিজা আবুল হাসান (৩৫) মারাত্মক জখম হয়। আহাবস্থায় তাকে বানিয়াচং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।