স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে তুচ্ছ ঘটনা নিয়ে বিরতিহীন বাসের হেলপারদের হামলায় ৬ ডিগ্রি পরীক্ষার্থী আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে কলেজ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, চুনারুঘাট সরকারি কলেজের ছাত্র ডিগ্রি পরীক্ষার্থী আবদাল মিয়া, সৈয়দ সায়মন, কায়েস মিয়া, সুজন, অনিকসহ ৬ শিক্ষার্থী সরকারি বৃন্দাবন কলেজে পরীক্ষা দেয়ার জন্য আসছিল। নতুন ব্রিজ থেকে হবিগঞ্জগামী বিরতিহীন বাসে উঠে। এ সময় সিটে বসা নিয়ে ওই বাসের কনট্রাক্টর ও হেলপারের সাথে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়। বাসের মধ্যে থাকা যাত্রীরা বিষয়টি সমাধান করেন। বাসটি হবিগঞ্জ স্ট্যান্ডে এসে পৌঁছলে বেশ কয়েকজন হেলপার লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে তারা আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা নিয়ে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা দেখা দেয়।
আহত ছাত্ররা জানায়, বিষয়টি বাস মালিক সমিতির সভাপতিকে জানানো হয়েছে। যদি ব্যবস্থা নেয়া না হয় তবে আন্দোলনে যাওয়া হবে।