স্টাফ রিপোর্টার ॥ পরিবহন জগতে উন্নত যাত্রী সেবার প্রতিশ্রুতি নিয়ে হবিগঞ্জ-ঢাকা, হবিগঞ্জ-চট্টগ্রাম, হবিগঞ্জ-ময়মনসিংহ ও হবিগঞ্জ-বরিশাল সড়কে যাত্রা শুরু করেছে দূরন্ত পরিবহন। গত শুক্রবার ৬ জানুয়ারী হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে আানুষ্ঠানিকভাবে দূরন্ত পরিবহনের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্রাম আলী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সদর থানার ওসি গোলাম মর্তুজা, রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল, সিরাজুল ইসলাম খান, দলিল লিখক সমিতির সভাপতি মোহাম্মদ আলী মুছা, ব্যকস সাধারণ সম্পাদক মোঃ আলমগীর।
দূরন্ত পরিবহনের চেয়ারম্যান মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে ও নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।