স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জোরপূর্বক প্রতিপক্ষের নিকট থেকে জায়গা নিতে ব্যার্থ হয়ে বৈধ মালিকানা পেতে প্রতিপক্ষের কাছ থেকে জায়গা ক্রয় করতে অনুরোধ করলেন নিশাত রহমান ও তার স্বজনরা। গত শুক্রবার (৬ জানুয়ারি) রাতে বিষয়টি মীমাংসার নিমিত্তে বানিয়াচংয়ের পঞ্চায়েত ব্যাক্তিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভূমির বৈধ মালিকানার কাগজপত্র দেখাতে ব্যার্থ হয়ে নিশাত রহমান টাকার বিনিময়ে ১০ ফুট জায়গা রেজিস্ট্রি করে ভূমির মালিকানা পেতে ভূমির প্রকৃত মালিক মনোয়ার হোসেন মিলন এবং উপস্থিত সবার কাছে অনুরোধ জানান। সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর জোরপূর্বক ভূমি দখল করে নেবে বলে ১নং ইউনিয়নের তোপখানা মহল্লার মনোয়ার হোসেন মিলনকে হুমকি দেয় একই এলাকার মিজানুর রহমানের পুত্র নিশাত রহমান গং। এ ঘটনায় প্রতিকার চেয়ে বানিয়াচং থানায় ওই দিনই দেলোয়ার হোসেন নিশাতসহ ৬ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মনোয়ার হোসেন মিলন। ওই অভিযোগ ও স্থানীয়দের বরাত দিয়ে হবিগঞ্জের বিভিন্ন পত্রিকায় এ নিয়ে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। সূত্রে প্রকাশ, ওই এলাকার মুক্তিযোদ্ধা মৃত মিজানুর রহমানের পুত্র এবং তার স্বজনরা পার্শ্ববর্তী বাড়ির ভূমি দখল করতে মনোয়ার হোসেন মিলনকে হুমকি-ধামকি দিয়ে আসছিল। এনিয়ে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ব্যক্তিরা বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যার্থ হন। নিশাত শালিস না মেনে জোরপূর্বক ভূমি দখল নেবে বলে শালিস বয়কট করে। ভোক্তভোগী মনোয়ার হোসেন মিলন থানায় অভিযোগের পরদিন নিশাত রহমান থানায় আরেকটি পাল্টা অভিযোগ দায়ের করেন। পাল্টাপাল্টি অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবসহ পুলিশ। স্থানীয়রা বিষয়টি থানায় বসে আপোষে মীমাংসার প্রস্তাব দিলে, শুক্রবার রাতে এ-উপলক্ষ্যে স্থানীয় পঞ্চায়েত ব্যাক্তিদের নিয়ে একটি মীমাংসা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নিশাত রহমান গং ভূমি মালিকানার কোন প্রকার বৈধ কাগজাদি দেখাতে পারেননি। এ সময় নিশাত গং ১০ ফুট জায়গার মালিকানা পেতে উপস্থিত শালিসান এবং ভুক্তভোগীর কাছে টাকার বিনিময়ে ভূমি কেনার প্রস্তাব জানান। তবে ভূমি বিক্রি করতে নারাজ মনোয়ার হোসেন মিলন। সভায় মীমাংসার কোন সিদ্ধান্ত না হওয়ায়, উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আহবান জানান থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব। ভুক্তভোগী মনোয়ার হোসেন মিলন জানান, আমি মুক্তিযোদ্ধাদের সম্মান করি। অথচ মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে আমিসহ আমার পরিবারের মানহানি করেছে নিশাতসহ তার স্বজনরা। মীমাংসা সভায় তারা কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেননি। অবশেষে ১০ ফুট জায়গার বৈধ মালিকানা পেতে টাকা দিয়ে ভূমি কিনতে চায় তারা।