নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তালহার ৪৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধা ৬টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ নাইছ বাংলা এন্ড চাইনিজ রেস্টুরেন্টে যাক যমকপূর্ণভাবে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী’র সভাপতিত্বে ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা আবুল ফয়েজ এর পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদল নেতা রবিন আহমেদ সেজু, জুনু মিয়া, শাকিল আহমেদ, জাকারিয়া আহমেদ, মোজাম্মিল চৌধুরী, আলী হোসেন, কামরুল চৌধুরী, নাঈম আহমেদ, রুহান আহমেদ, জিলাদ চৌধুরী প্রমুখ। উক্ত সভায় নবীগঞ্জ উপজেলা ১৩টি ইউনিয়নের ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন জননেতা, তানহা চৌধুরী তালহা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে নবীগঞ্জ-বাহুবলের বিএনপি অঙ্গ সংগঠন নেতা কর্মীদের তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে আগ্রণী ভুমিকার রেখেছেন এবং কয়েক বছর যাবত চলমান বৈশ্বিক মহামারি করোনা ক্রাইসিস সহ গেল বছরের বছরের বন্যা পরিস্থিেিত দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে গরীব, দুস্ত, অসহায়, মানুষকে ব্যাপক আর্থিক সহযোগিতা করেছেন এবারের শীত মৌসুমে ও তার সহযোগিতার দ্বারা অব্যাহত রয়েছে। জন্মদিনে তাহার সুস্থতা ও নেক হায়াত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।