প্রেস বিজ্ঞপ্তি ॥ সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়নের নাজিরপুর গ্রামে ফুটন্ত গোলাপ যুব সংসদের কমিটি গঠন করা হয়েছে। সার্বজনিন স্বরস্বতি পূজা উদযাপন উপলক্ষে শুক্রবার রাতে নাজিরপুর ঘোষ বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
দুলাল গোপ সৈকতের সভাপতিত্বে ও অজয় কুমার গোপ খোকন এবং অমল গোপ রাজনের যৌথ পরিচালনা সভাটি অনুষ্ঠিত হয়। সভাশেষে সর্বসম্মতিক্রমে পিন্টু দাশ সাগরকে সভাপতি, কৃপাসিন্দু গোপকে সিনিয়র সহ-সভাপতি, উত্তম সরকারকে সহ-সভাপতি, অমিয় গোপ রূপককে সাধারণ সম্পাদক, রতন সরকার, পিযুষ দাশ শাওন ও শ্যামল গোপ হৃদ্দিকে যুগ্ম সাধারণ সম্পাদক, প্রাণকৃষ্ণ দাশ শুভকে সাংগঠনিক সম্পাদক, সুরঞ্জন সরকারকে সহ-সাংগঠনিক, অভিনয় দাশ অভিকে কোষাধ্যক্ষ ও সতিন্দ্র বর্মণ দীপ্তকে সহ-কোষাধ্যক্ষ করে ১১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।