স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের বারা পইত গ্রামে হিরা মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, সম্প্রতি ওই গ্রামের হিরা মিয়ার পুত্র সাবাজ মিয়া সদর উপজেলার নোয়াখাল চরগাও গ্রামের মোস্তফা মিয়ার কিশোরী কন্যা নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী বারা পইত গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসলে একই গ্রামের হিরা মিয়ার পুত্র সাবাজ তার দুই বন্ধুর সহযোগিতায় তাকে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। এ নিয়ে সদর থানায় একটি মামলা হলে পুলিশ সাবাজকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। ওই মামলা তুলে নেয়ার জন্য হিরা মিয়া, রুবেল মিয়া, জুয়েল মিয়াসহ একদল লোক মেয়ের মামা নুর ইসলামকে হুমকি প্রদর্শন করে। সে মামলা তুলে না নেয়ায় গত ২৪ জুলাই রুবেল মিয়া, সোহেল মিয়া তার উপর এলোপাতাড়ি হামলা চালায়। এসময় সে মারাত্মক জখম হয়। এরই প্রেক্ষিতে সে হিরা মিয়া ও ছেলেদেরকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার সন্ধ্যায় পইল গ্রামে অভিযান চালিয়ে এসআই শামসুল হক হিরা মিয়াকে পুলিশ আটক করে।