বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ ৩নং দক্ষিন পূর্ব ইউনিয়ন কমপ্লেক্স এড়িয়ার মূল ফটক উদ্বোধন ও পুকুর পাড়ে মাটি ভরাট কাজের পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান। এ সময় তারা বলেন, ৩ নং ইউপি অফিসের কার্যক্রম সন্তুষজনক। তারা বলেন, পরিষদ এড়িয়ায় অত্যাধুনিক ফটক লাগানোয় এ এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। ইউনিয়ন পরিষদের নিজস্ব পুকুর পাড়ে মাটি ভরাট প্রসঙ্গে তারা বলেন, হাওর বেষ্টিত বানিয়াচঙ্গে অধিকাংশ এলাকায়ই পুকুর, ডোবা রয়েছে। প্রতিষ্টানের উন্নয়ন মূলক কাজ করতে হলে হাওর ও প্রত্যন্ত এলাকায় দু’একটি ছোটখাট পুকুর ও ডোবা ভরাট করলে পরিবেশে তেমন প্রভাব পরবে বলে মনে হয়না। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান তার পরিষদের নিজস্ব পুকুরের পশ্চিম পাড় ভরাট করে বাজার থেকে সিএনজি ষ্টেশন স্থানান্তর করার উদ্যোগ নিয়েছেন। যা করলে বাজারে যানজট অনেকটাই লাঘব হবে। এছাড়া স্কুল কলেজগামী শিক্সার্থীরা গ্যনিংগঞ্জ বাজারের উপর দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে।
গতকাল সোমবার সকাল ১১টায় স্থানীয় ৩ নং ইউনিয়ন পরিষদের সদ্য সমাপ্তকৃত অত্যাধুনিক মূল ফটক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, নির্বাহী অফিসার এসএম মুনীন উদ্দিন ও এসিল্যান্ড বিএম মশিউর রহমান।